বিস্তারিত
লক্ষ্মীপুর সদর উপজেলা চররমনী মোহন ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে মেঘনা নদী। প্রশস্ততম নদী মেঘনা বর্তমানে লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে ১৫ কি: মি: পশ্চিম দিয়ে প্রবাহিত। ১৬৬০ খ্রি: প্রকাশিত ফ্যাম ডেন ব্রক এর মানচিত্রে লক্ষ্মীপুরের পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত মেঘনার অস্থিত্ব পাওয়া যায়। ১৯৫৪ এর পূর্বে এটি ভবানীগঞ্জের মধ্য দিয়ে পূর্বদিকে আঁধারমানিকের দক্ষিণ সীমানা দিয়ে প্রবাহিত ছিল। ১৯৫৪ সালে বেড়ী বাঁধ দেয়ার পর এটি দক্ষিণ দিকে শাহবাজাপুর নদীর সাথে মিলিত হয়।