শিরোনাম
লক্ষ্মীপুর সদর উপজেলাধীন মেঘনা নদী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা নির্দিষ্ট সময়ে নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকা সত্বেও নদী হতে মাছ ধরার অপরাধে উপজেলা মৎস্য অফিস, কোস্ট গার্ড, নৌ-পুলিশের উপস্থিতিতে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চররমনী মোহন ইউনিয়নের মেঘনা নদী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব শফিকুর রিদোয়ান আরমান শাকিল, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর সদর। এ সময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মো: খোকন, পিতা- শাহজাহান হাওলাদার, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/-, মো: আজগর, পিতা- মো: আবুল কাশেম, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/-, মো: বিল্লাল, পিতা- ইউসুফ আলী সরদার, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/-, মো: আলী হায়দার, পিতা- আ: মন্নান মুন্সি, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/-, মো: আব্দুল হাকিম, পিতা- মৃত আজিজুল কাজী, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/-, মো: খোরশেধ আলম, পিতা- মৃত মনু মোল্লা, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/-,, মো: আল আমিন, পিতা- হযরত আলী, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/-,আলমগীর মাঝি, পিতা- আক্কল আলি মাঝি, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ২,০০০/-, মো: আব্দুল মতিন, পিতা- মিন্নত আলী, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/- , মো: মনির, পিতা- তরিকুল ইসলাম, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/-, মো: রাসেল, পিতা- শাহাদাত, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ৫,০০০/-, মো: মিরাজ, পিতা- নূরনবী, গ্রাম- কালকিনি, ডাকঘর- মুন্সিরহাট-কে ৫,০০০/-, মো: সবুজ, পিতা- নূর সোলায়মান, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/-, মো: রিয়াজ, পিতা- আমির হোসেন, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/-, মো: আরিফ হোসেন, পিতা- মায়া আলম, গ্রাম- কালকিনি, ডাকঘর- মুন্সিরহাট-কে ৫,০০০/-, হেলাল, পিতা- নজির আহাম্মদ, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/- করে সর্বমোট ১,৫৫,০০০/- টাকা জরিমানা করা হয় এবং দন্ডবিধি, ১৮৬০ অনুযায়ী মো: কাদের, পিতা- রিয়াজুল মাঝি, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ, মো: মোশারফ হোসেন, পিতা- কাশেম, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ ও মো: রাশেদ, পিতা- আব্দুল মালেক, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ, মো: বাহার, পিতা- খোরশেদ আলম, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১৫দিন করে জেল প্রদান করা হয় এছাড়াও মো: আল আমিন, পিতা- সুরুজ্জামান, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১মাসের জেল প্রদান করা হয় ও মো: আলমাস পিতা- আব্দুল মান্নান মুন্সী, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে নিয়মিত মামলা প্রদান করা হয়। অভিযান পরিচালনার সময় জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুঁড়িয়ে বিনষ্ট করা হয় এবং আটককৃত নৌকা উপজেলা মৎস্য অফিস, লক্ষ্মীপুর সদরের হেফাজতে রাখা হয়।