Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লক্ষ্মীপুর সদর উপজেলাধীন মেঘনা নদী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা নির্দিষ্ট সময়ে নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকা সত্বেও নদী হতে মাছ ধরার অপরাধে উপজেলা মৎস্য অফিস, কোস্ট গার্ড, নৌ-পুলিশের উপস্থিতিতে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চররমনী মোহন ইউনিয়নের মেঘনা নদী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব শফিকুর রিদোয়ান আরমান শাকিল, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর সদর। এ সময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মো: খোকন, পিতা- শাহজাহান হাওলাদার, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/-, মো: আজগর, পিতা- মো: আবুল কাশেম, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/-, মো: বিল্লাল, পিতা- ইউসুফ আলী সরদার, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/-, মো: আলী হায়দার, পিতা- আ: মন্নান মুন্সি, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/-, মো: আব্দুল হাকিম, পিতা- মৃত আজিজুল কাজী, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/-, মো: খোরশেধ আলম, পিতা- মৃত মনু মোল্লা, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/-,, মো: আল আমিন, পিতা- হযরত আলী, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/-,আলমগীর মাঝি, পিতা- আক্কল আলি মাঝি, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ২,০০০/-, মো: আব্দুল মতিন, পিতা- মিন্নত আলী, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/- , মো: মনির, পিতা- তরিকুল ইসলাম, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/-, মো: রাসেল, পিতা- শাহাদাত, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ৫,০০০/-, মো: মিরাজ, পিতা- নূরনবী, গ্রাম- কালকিনি, ডাকঘর- মুন্সিরহাট-কে ৫,০০০/-, মো: সবুজ, পিতা- নূর সোলায়মান, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/-, মো: রিয়াজ, পিতা- আমির হোসেন, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/-, মো: আরিফ হোসেন, পিতা- মায়া আলম, গ্রাম- কালকিনি, ডাকঘর- মুন্সিরহাট-কে ৫,০০০/-, হেলাল, পিতা- নজির আহাম্মদ, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১০,০০০/- করে সর্বমোট ১,৫৫,০০০/- টাকা জরিমানা করা হয় এবং দন্ডবিধি, ১৮৬০ অনুযায়ী মো: কাদের, পিতা- রিয়াজুল মাঝি, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ, মো: মোশারফ হোসেন, পিতা- কাশেম, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ ও মো: রাশেদ, পিতা- আব্দুল মালেক, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ, মো: বাহার, পিতা- খোরশেদ আলম, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১৫দিন করে জেল প্রদান করা হয় এছাড়াও মো: আল আমিন, পিতা- সুরুজ্জামান, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে ১মাসের জেল প্রদান করা হয় ও মো: আলমাস পিতা- আব্দুল মান্নান মুন্সী, গ্রাম- চররমনী, ডাকঘর- বিএস দরবার শরীফ-কে নিয়মিত মামলা প্রদান করা হয়। অভিযান পরিচালনার সময় জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুঁড়িয়ে বিনষ্ট করা হয় এবং আটককৃত নৌকা উপজেলা মৎস্য অফিস, লক্ষ্মীপুর সদরের হেফাজতে রাখা হয়।