শিরোনাম
“মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” সারা দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন কার্যক্রমের আওতায় লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন ও ১১নং হাজিরপাড়া ইউনিয়নে নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১২ জনাব জসীম উদ্দীন হায়দার স্যার । উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব অঞ্জন চন্দ্র পাল স্যারের নির্দেশনা মোতাবেক সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১ম পর্যায়ে বরাদ্দকৃত ৬৫ জন ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসনের জন্য ঘরের নির্মাণ কাজ চলছে। ইনশাআল্লাহ আগামী ১৫ জানুয়ারি, ২০২১ এর মধ্যে ১ম পর্যায়ে প্রাপ্ত ৬৫ টি ঘরের কাজই শেষ হবে। পরিদর্শনকালীন উপস্থিত ছিলেন জনাব মো: শাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), লক্ষ্মীপুর, জনাব মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, জনাব মো: মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি), লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, জনাব মোশারেফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুরসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।