শিরোনাম
লক্ষ্মীপুর পৌরসভার অভিযোগের প্রেক্ষিতে দক্ষিন মজুপুরস্থ নন্দন চাইনিজ রেস্টুরেন্ট এর মালিক মাঈন উদ্দিন এর ভবনের সেপটি ট্রাংকির মল-মূত্রের লাইন অবৈধভাবে পৌরসভার ড্রেনের সাথে সংযোগ করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্টানের মালিককে না পাওয়ায় কেয়ারটেকারকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী আটক করা হয় এবং মালিককে হাজির হয়ে মল মূত্রের লাইন পৌরসভার ড্রেনের লাইন থেকে আলাদা করবে মর্মে অঙ্গীকার প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়।