Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে নির্মিত ঘরের দখল হস্তান্তর করেন লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর, জনাব মো: মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি), লক্ষ্মীপুর সদর, জনাব মো: মোশারফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, লক্ষ্মীপুর সদর, জনাব মো: আরিফুর রহমান খাঁন, উপ-সহকারী প্রকৌশলী, পিআইও অফিস, লক্ষ্মীপুর সদর, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলায় লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের আন্তরিক সহযোগিতায় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির নিবিড় তত্ত্বাবধানে ৪৩১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত উপহারের ঘর নির্মাণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সদর উপজেলার দক্ষিন হামছাদি, দালালবাজার ও শাকচর ইউনিয়নের (১২+৪০+৪০)= ৯২ টি পরিবারের মধ্যে জমি ও গৃহের দখল হস্তান্তর করা হয়েছে। এ সময় মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় দক্ষিণ হামছাদী ইউনিয়নের মাইলের মাথা এলাকায় ১২ টি পরিবার, দালাল বাজার ইউনিয়নের খন্দকারপুর এলাকায় ৪০ টি পরিবার, শাকচর ইউনিয়নের ০২ টি প্রকল্প এলাকায় (১২+২৮)= ৪০ টি পরিবারের নিকট নির্মিত ঘরের দখল হস্তান্তর করেন। এ পর্যন্ত সদর উপজেলায় বিভিন্ন পর্যায়ে প্রায় ২৮০ টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। বাকী ঘরগুলোর কাজ নির্মাণাধীন রয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই বাকী ঘরগুলোর নির্মাণ কাজ শেষ করে উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে যারা মাননীয় প্রধানমন্ত্রীর এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে সদর উপজেলা প্রশাসন কে নিরবচ্ছিন্নভাবে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। ধন্যবাদ।