Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লক্ষ্মীপুর শহরে মোবাইল কোর্ট পরিচালনা করোনা ভাইরাস সংক্রমণ আশংঙ্কায় নিত্যপণ্যের বাজার হঠাৎ ঊর্ধ্বমূখী হওয়ায় জেলা মার্কেটিং অফিস ও সদর থানা পুলিশের উপস্থিতিতে লক্ষ্মীপুর শহরে মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব শফিকুর রিদোয়ান আরমান শাকিল, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর সদর। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক লাভে পণ্য বিক্রয় করায় মো: সোহেল, পিতা- নূরনবী, গ্রাম- লাহারকান্দি এর ২,০০০/-, জহির, পিতা- ওবায়দুল হক, গ্রাম- রাজিবপুর এর ১,০০০/-, উত্তম সাহা, পিতা- শ্রী হরি সাহা, গ্রাম- সমসেরাবাদ এর ২,০০০/-, পিন্টু সাহা, পিতা- দ্বিজেন্দ্র সাহা, গ্রাম- শাখারীপাড়া এর ৩,০০০/-, মো: আরিফ হোসেন, পিতা- আব্দুল কাদের, গ্রাম- বাঞ্চানগর এর ১,০০০/-, সজীব বণিক, পিতা- শ্যামসুন্দর বণিক, গ্রাম- বাঞ্চানগর এর ১,০০০/-, আজাদ খান, পিতা- অলি উল্যা খান, গ্রাম- রাজিবপুর এর ১,০০০/-, জয়ন্ত কর, পিতা- সুহৃদ পদ কর, গ্রাম- বাঞ্চানগর এর ২,০০০/-করে ০৮টি প্রতিষ্ঠানের সর্বমোট ১৩,০০০ টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে বাজার পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।