শিরোনাম
চররুহিতা ইউনিয়নের ইতালী ফেরত ব্যক্তির হোম কোয়ারেন্টাইন তদারকি অদ্য লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চররুহিতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ডেঙ্গু হাজী বাড়ির ইতালী ফেরত মোজাম্মেল নিয়ম অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে রয়েছে কিনা তা তদারকি করেন জনাব শফিকুর রিদোয়ান আরমান শাকিল, উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।এ সময় হোম কোয়ারেন্টাইন থাকা ব্যক্তির ঘরের সম্মুখে লাল পতাকা ও ইতালী ফেরত ব্যক্তির তথ্য ছক টাঙ্গানো হয় এবং তাকে করোনা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।