শিরোনাম
কতিপয় অসাধু আইনজীবী ও নিকাহ রেজিস্টার বাল্য বিবাহ আইন অমান্য করছেন। আজ ভাংগাখা ও দালালবাজার দুই ইউনিয়নে বাল্যবিবাহের ঘটনায় কয়েকজন অসাধু আইনজীবী কর্তৃক বয়স কমানোর জন্য এফিডেফিড/হলপনামা পাওয়া যায় যা সম্পূর্ণ আইনবহির্ভূত। এক্ষেত্রে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়েছে। সময় মত উপস্থিতি থেকে সহযোগিতা করার জন্য অফিসার্স ইন চার্জ, সদর, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, মহিলা বিষয়ক অফিসার ও এলাকার ভূমি অফিসার কে ধন্যবাদ জানায়। সবার সহযোগিতা কাম্য।