শিরোনাম
অদ্য লক্ষ্মীপুর শহরের দক্ষিণ স্টেশন সংলগ্ন শেখ রাসেল সড়কে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানে মাংস বাজারজাত করা ও পচা মাংস সংরক্ষণের অপরাধে গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব শফিকুর রিদোয়ান আরমান শাকিল, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর সদর। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে ৩০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং গোডাউনে জব্দকৃত পচা মাংস জনসম্মুখে বিনষ্ট করা হয়। একই ব্যাক্তির মালিকানাধনী মক্কা হোটেলকে অপরিস্কার পরিবেশে মাংস ও খাবার সংরক্ষণের অপরাধে ৮০,০০০/ টাকা জরিমানা করা হয়।