মেঘনার রূপালী ইলিশ
মৎস্য সম্পদ :
ইলিশ আমাদের জাতীয় মাছ। একক প্রজাতী হিসাবে সর্ববৃহৎ এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ন। দেশের মৎস উৎপাদনে ইলিশের অবদান প্রায় শতকরা ১২-১৩ ভাগ। লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় ইলিশের উৎপাদন প্রায় ১৩৫০০ মে: টন যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। স্থানীয় চাহিদা পূরন করে ইলিশ মাছ দেশের বিভিন্ন এলাকায় চলে যায় এবং বিদেশে ও রপ্তানী হয়ে থাকে।
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় ০৬টি ইউনিয়নের প্রায় ৬৫০০ জেলে রয়েছে তাদের প্রায় ৬০% জেলে সার্বক্ষনিক ভাবে এবং ৪০% খন্ডকালীন সময়ে ইলিশ আহরন করে থাকে। ধরা ছাড়াও বিপনন,পরিবহন, প্রক্রিয়াজাত করন, নৌকা তৈরীর কাজকরে থাকে,তন্মমধ্যে ১০০০০ পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইলিশ মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে।