নামকরন : লক্ষ্মীপুর সদর উপজেলার নামকরন নিয়ে কয়েকটি মতামত প্রচলিত রয়েছে। তবে লক্ষ্মীপুর নামের একটি মৌজা থেকেই লক্ষ্মীপুর সদর উপজেলা নামকরন হয়। এ মৌজাটি সদর উপজেলার ৩নং দালাল বাজার ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম। এ গ্রামে গৌরকিশোর নামে একজন হিন্দু জমিদার ১৭৬৫ সালে রাজা উপাধি লাভ করেন। তাঁর পূর্ব পুরুষ লক্ষ্মীনারায়ণ ছিলেন চাঁদপুরের অধিবাসী। তিনি ভাগ্যান্বষনে এখানে এসে বসতিস্থাপন করেন। গৌরকিশোর ইংরেজদের প্রচুর উপটৌকন দিয়ে নিজের নামে একটি মৌজা লিখিয়ে নেন। সে সময় থেকে এর নামকরণ হয় লক্ষ্মীপুর মৌজা।
ভূ-ভাগ : একথা সর্বজনবিদিত যে, প্রাচীন সমতটের অংশ আজকের লক্ষ্মীপুর জেলা। এ প্রাচীন সমতটের সম্পর্কে বিখ্যাত পরিব্রাজক হিউ.এন.চোয়াঙ্গ এর বর্ণনায় পাওয়া যায়- উত্তর পূর্বে ত্রিপুরা রাজ্য গারো পাহাড় ও খাসিয়াপর্বত, পশ্চিমে ব্রহ্মপুত্র নদী, দক্ষিণে বঙ্গোপসাগর। সেদিক থেকে বর্তমান কুমিল্লা, চাঁদপুরের অংশ, ফেণী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর সমতট এলাকাভুক্ত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস