|
||||
সেবা প্রদানকারী অফিসের নাম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী |
সেবা প্রাপ্তির স্থান |
প্রয়োজনীয় সময়
|
|
ইউএনও অফিস |
উপজেলা নির্বাহী অফিসার |
ইউএনও অফিস |
বরাদ্দ প্রাপ্তির ৮-১০ দিনের মধ্যে |
|
সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ |
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে এ সংক্রান্ত বরাদ্দ উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দ প্রাপ্তির পর প্রাপ্ত চেক নির্দিষ্ট হিসেবে জমা করা হয়। চেক কালেকশন হওয়ার পর নির্দিষ্ট দিনে সংশ্লিষ্ট ইউপি চেয়াম্যান/সদস্যদেরকে সম্মানীভাতা পরিশোধ করা হয় অথবা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ব্যাংক ম্যানেজার বরাবর লিখিত পত্রের আলোকে চেক কালেকশন শেষে নির্ধারিত হারে সম্মানীর টাকা চেয়ারম্যান/মেম্বারদের একাউন্টে জমা করা হয়। |
|||
সেবা প্রাপ্তির শর্তাবলি |
নির্বাচিত চেয়ারম্যান/ মেম্বার হতে হবে |
|||
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রযোজ্য নয় |
|||
প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ |
প্রযোজ্য নয় |
|||
সংশ্লিষ্ট আইন/ বিধি/ নীতিমালা |
স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নির্দেশনা |
|||
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা |
জেলা প্রশাসক বরাবরে আপিল |
|||
সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ |
ক) নাগরিক পর্যায় |
|
||
খ) সরকারি পর্যায় |
সঠিক সময়ে বরাদ্দ না আসা/বিলম্বে বরাদ্দ প্রাপ্তি |
|||
বিবিধ/অন্যান্য |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস