|
||||
সেবা প্রদানকারী অফিসের নাম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী |
সেবা প্রাপ্তির স্থান |
প্রয়োজনীয় সময়
|
|
উপজেলানির্বাহীঅফিসারেরকার্যালয় |
উপজেলা নির্বাহী অফিসার/অফিস কর্মচারী |
উপজেলানির্বাহীঅফিসারেরকার্যালয় |
আবেদনের ধরন অনুযায়ী সর্ব্বোচ্চ ২০ কর্মদিবস |
|
সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ |
বাংলাদেশের নিরাপত্তা, পররাষ্ট্রনীতি, রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ও প্রশ্নপত্রের আগাম তথ্যসহ তথ্য অধিকার আইন, ২০০৯ দ্বারা নির্ধারিত ক্ষেত্র ব্যতীতঅন্যান্য যে কোন তথ্য চেয়ে নির্ধারিত ফরমে/সাদা কাগজে আবেদন করে নির্ধারিত ফিসহ জমা প্রদান করা হলে অফিস প্রধান বা তৎকর্তৃক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক আবেদন দাখিলের ২০ কার্যদিবসের মধ্যে তথ্য প্রদান করা হয়ে থাকে। আইন দ্বারা বারিত (সংরক্ষিত) কোন বিষয়ের ক্ষেত্রে তথ্য প্রদানের জন্য আবেদন করা হলে তা যাচাই-বাছাই করে খারিজ করে আবেদনকারীকে লিখিতভাবে জানানো হয়। আবেদনকারী তথ্য না পাওয়ার কারণে সংক্ষুব্ধ হলে আপিলকারী কর্মকর্তার নিকট লিখিতভাবে আপিল করতে পারেন। আপিল কর্তৃপক্ষ শুনানি/যাচাই-বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং আবেদনকারীকে অবহিত করেন। একইভাবে আবদেনকারী আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তে সংক্ষুব্ধ হলে তথ্য কমিশনের নিকট আপিল করতে পারেন। তথ্য কমিশন আপিলের বিষয়টি আমলে নিলে প্রয়োজনীয় তদন্ত/ যাচাই-বাছাইপূর্বক তথ্য প্রদানের অথবা আপিল খারিজের সিদ্ধান্ত গ্রহণ করে আবেদনকারীকে অবহিত করেন। |
|||
সেবা প্রাপ্তির শর্তাবলি |
১. নির্ধারিত ফরমে/সাদা কাগজে প্রাসংঙ্গিকতা উল্লেখপূর্বক আবেদন করতে হয় ২. তথ্য অধিকার আইন/০৯ অনুযায়ী নির্ধারিত ফি জমা দিতে হয় |
|||
প্রয়োজনীয় কাগজপত্র |
তথ্যঅধিকারবিধিমালায়নির্ধারিতফরমেআবেদনকরণ |
|||
প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ |
তথ্যঅধিকারবিধিমালায়নির্ধারিতফি |
|||
সংশ্লিষ্ট আইন/ বিধি/ নীতিমালা |
১. তথ্য অধিকার আইন/০৯ ২. তথ্যঅধিকারবিধিমালা |
|||
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা |
জেলা প্রশাসক |
|||
সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ |
ক) নাগরিক পর্যায় |
কোন বিষয়ে তথ্য পাওয়া যাবে বা যাবেনা সে বিষয়ে ধারণা না থাকা |
||
খ) সরকারি পর্যায় |
---- |
|||
বিবিধ/অন্যান্য |
বাংলাদেশের নিরাপত্তা, পররাষ্ট্রনীতি, রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ও প্রশ্নপত্রের আগাম তথ্য ব্যতীত যে কোন তথ্যের জন্য আবেদন করা যায় |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস