|
||||
সেবা প্রদানকারী অফিসের নাম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী |
সেবা প্রাপ্তির স্থান |
প্রয়োজনীয় সময়
|
|
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় |
উপজেলা নির্বাহী অফিসার/সহকারী কমিশনার (ভূমি) |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
|
প্রায় ৬০ দিন |
|
সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ |
বাংলা সনের ১ মাঘ হতে ইজারা প্রদানের উদ্দেশ্যে ইজারাযোগ্য জলমহালের তালিকা তৈরি করে সরকারি নীতিমালা মোতাবেক সরকারি মূল্য নির্ধারণপূর্বক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নির্ধারিত তারিখে মূল্যায়ন কমিটির মাধ্যমে মূল্যায়ন করে যোগ্য ইজারাদারগণকে পত্র দেয়া হয়। মূল্য পরিশোধ এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিবদ্ধ হলে ইজারাদারকে জলমহাল বুঝিয়ে দেয়ার জন্য পত্র দেয়া হয়। অত:পর ইজারাদারকে জলমহাল বুঝিয়ে দেয়া হয়। ইজারাদার মূল্য পরিশোধ না করলে পুন:ইজারা প্রদানের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে কার্যক্রম চলতে থাকে। ইজারা প্রদান সম্ভব না হলে খাস আদায় কার্যক্রম অব্যাহত রাখা হয়। |
|||
সেবা প্রাপ্তির শর্তাবলি |
ভূমি মন্ত্রণালয়ের ২৩/০৬/০৯ ইং তারিখের প্রকাশিত সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি ২০০৯ অনুযায়ী শর্তাবলী হলোঃ ১. নিবন্ধিত মৎস্যজীবী সমবায় সমিতি হতে হবে। ২. জলমহালের নিকটবর্তী অবস্থান হলে অগ্রাধিকার |
|||
প্রয়োজনীয় কাগজপত্র |
১. নাগরিকত্ব সনদ ২. জাতীয় পরিচয়পত্র ৩. মৎস্যজীবী সমবায় সমিতির রেজিস্ট্রেশন |
|||
প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ |
|
|||
সংশ্লিষ্ট আইন/ বিধি/ নীতিমালা |
ভূমি মন্ত্রণালয়ের ২৩/০৬/০৯ ইং তারিখে প্রকাশিত সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি ২০০৯ |
|||
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা |
জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে আপিল করার সুযোগ |
|||
সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ |
ক) নাগরিক পর্যায় |
১. স্বার্থন্বেষী মহলের প্রভাব/সিন্ডিকেট ২. ব্যক্তি/সমিতি পর্যায়ে অর্থিক স্বচ্ছলতার অভাব ৩. ব্যাংক লোনের ব্যবস্থা না থাকা ৪. অধিকাংশ মৎস্যজীবী সমবায় সমিতির রেজিস্ট্রেশন না থাকা ৫. নিকটবর্তীদের অগ্রাধিকার থাকলেও ২টির অধিক ইজারা নেওয়ার সুযোগ না থাকা |
||
খ) সরকারি পর্যায় |
১. জলমহাল নিয়ে স্বার্থান্বেষী মহলের মামলা ২. জনবলের অভাবে খাস আদায় করা সমস্যা ৩. জলমহালের বাস্তব সীমানার সাথে অফিস তথ্যের গরমিল ৪. সারা বছর পানি না থাকা |
|||
বিবিধ/অন্যান্য |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস