|
||||
সেবা প্রদানকারী অফিসের নাম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী |
সেবা প্রাপ্তির স্থান |
প্রয়োজনীয় সময়
|
|
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয়/ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় |
উপজেলা নির্বাহী অফিসার/প্রকল্প বাস্তবায়ন অফিসার |
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয় |
১-৩ সপ্তাহ |
|
সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ |
অধিদপ্তর হতে জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলায় বরাদ্দ প্রাপ্তির পর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক জনসংখ্যা/আয়তন/ক্ষয়ক্ষতির পরিমাণ/ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা/ক্ষতিগ্রস্ত এলাকার আয়তনের ভিত্তিতে ইউনিয়নওয়ারী উপবরাদ্দ প্রদান করা হয়। ইউপি চেয়ারম্যান কর্তৃক ইউনিয়ন কমিটিতে উপস্থাপন এবং উপকারভোগী/ক্ষতিগ্রস্ত পরিবার/ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করার পর ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব প্রদান করা হয়। প্রাপ্ত তালিকা ইউনিয়ন কমিটিতে যাচাই-বাছাই অন্তে উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়। উপজেলা কমিটিতে অনুমোদনের পর অনুমোদিত তালিকা ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। পাশাপাশি ইউনিয়ন ভিত্তিক ট্যাগ অফিসার নিয়োগ করে চেয়ারম্যানের অনুকূলে ডিও প্রদান করা হয়। অতপর: গুদাম হতে খাদ্যশস্য/ত্রাণ সামগ্রী উত্তোলন করে অনুমোদিত তালিকা মাস্টার রোলের মাধ্যমে ট্যাগ অফিসারের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত/উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়। |
|||
সেবা প্রাপ্তির শর্তাবলি |
দুর্যোগে আক্রান্ত দরিদ্র জনগোষ্টী এবং স্বাভাবিক সময়ে দরিদ্র জনগণকে সেবা প্রদান করা হয়। |
|||
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রযোজ্য নয়। |
|||
প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ |
প্রযোজ্য নয়। |
|||
সংশ্লিষ্ট আইন/ বিধি/ নীতিমালা |
দুর্যোগ ব্যবস্থাপনার স্থায়ী আদেশ, ১৯৯৭/২০০০ |
|||
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা |
মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা |
|||
সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ |
ক) নাগরিক পর্যায় |
|
||
খ) সরকারি পর্যায় |
|
|||
বিবিধ/অন্যান্য |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস