Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
থোক বরাদ্দ/বিশেষ অনুদানের অর্থ ছাড়করণ
বিস্তারিত

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

 

ইউএনও অফিস

উপজেলা নির্বাহী অফিসার/

অফিস কর্মচারী

ইউএনও অফিস

০৭-১০ দিন

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

ধর্মীয় প্রতিষ্ঠান/ক্লাব/পাঠাগারের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রত্যাশী প্রতিষ্ঠান কর্তৃক স্ব-উদ্যোগে নির্ধারিত ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে উপজেলা নির্বাহী অফিসার/উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় সংসদ সদস্যের সুপারিশসহ মন্ত্রণালয়ে প্রেরণ করতে হয়। মন্ত্রণালয় ও এমপির স্বেচ্ছাধীন তহবিল থেকে বরাদ্দপত্র পাওয়ার পরউপজেলানির্বাহীঅফিসারকর্তৃকবিলপ্রস্তুত করে হিসাব রক্ষণ অফিসে জমা দিতে হয়। বিল পাশ হওয়ার পর তা ব্যাংক হিসেবে (বিবিধ হিসাব) স্থানান্তর করা হয়। অত:পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি/ব্যক্তির অনুকূলে ক্রস চেকের মাধ্যমে অর্থ ছাড় করা হয়।

সেবা প্রাপ্তির শর্তাবলি

প্রতিষ্ঠনের ক্ষেত্রে প্রতিষ্ঠনের সভাপতি কর্তৃক নির্ধারিত ফরমেনির্দিষ্ট সময়ের মধ্যে আবদেন পত্রটি দাখিল করতে হয়।

প্রয়োজনীয় কাগজপত্র

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/ ইউপি চেয়ারম্যন/মেম্বার কর্তৃক প্রত্যয়নপ্রত্র

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

প্রযাজ্য নয়

সংশ্লিষ্ট আইন/ বিধি/ নীতিমালা

সাংশ্লিষ্ট মন্ত্রনালয়/বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

জেলা প্রশাসক

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

) নাগরিক পর্যায়

অধিকাংশ ক্ষেত্রে প্রত্যাশী প্রতিষ্ঠান কর্তৃক মন্ত্রণালয়ে এসে তদবির করতে হয়।

) সরকারি পর্যায়

কেন্দ্রীয় ডাটাবেজ না থাকার ফলে কে কখন বরাদ্দ পেয়েছিল তার সঠিক তথ্য না থাকা

বিবিধ/অন্যান্য