Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি (৪০ দিনের)
বিস্তারিত

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মসূচি

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয়

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয়

প্রায় ৮০দিন

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

মন্ত্রণালয়/প্রকল্প পরিচালকের কার্যালয় হতে উপজেলায় বরাদ্দ প্রাপ্তির পর ইউএনও কর্তৃক জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে ইউনিয়নওয়ারী বরাদ্দ বিভাজনপূর্বক ইউপিতে প্রেরণ করা হয়। ইউপি কর্তৃক বরাদ্দ অনুযায়ী শ্রমিক এবং ওয়েজ ও নন ওয়েজ কর্মের প্রকল্প তালিকা প্রস্তুত করে উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়। জেলা কর্ণধার কমিটির চূড়ান্ত অনুমোদনের পর শ্রমিকদের জব কার্ড এবং প্রকল্পের সাইনবোর্ড প্রস্তুত করা হয়। মন্ত্রণালয়/প্রকল্প পরিচালক কর্তৃক প্রদত্ব বরাদ্দের আলোকে বিল প্রস্তুত করে সংশ্লিষ্ট ব্যাংক একাউন্টে (মাদার এাউন্ট) অর্থ জমা করা হয়। শ্রমিক তালিকা অনুযায়ী ইউনিয়নওয়ারী শ্রমিকদের মজুরী পরিশোধের জন্য ব্যাংকের শাখা নির্বাচন করে প্রত্যেক শ্রমিকের নামে ব্যাংক হিসাব খোলা হয় এবং মাদার একাউন্ট হতে নির্ধারিত ব্যাংকের শাখায় (চাইল্ড একাউন্ট) টাকা স্থানান্তর করা হয়। প্রকল্প তদারকির জন্য ইউনিয়নওয়ারী উপজেলা কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসেবে নিযোগ করে প্রকল্পস্থলে সাইনবোর্ড স্থাপনপূর্বক প্রকল্পের কাজ আরম্ভ করা হয়। নন ওয়েজ টাকার প্রাকল্পের গ্রহণ গ্রহণ করে সংশ্লিষ্ট পিআইসি প্রকল্প বাস্তবায়ন করে। ওয়েজ কস্টের (টাকা) জন্য প্রতি সপ্তাহে ফিল্ডসুপারভাইজার ও ট্যাগ অফিসারের প্রত্যয়ণের ভিত্তিতে অগ্রগতি অনুযায়ী শ্রমিক মজুরী ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়।

সেবা প্রাপ্তির শর্তাবলি

১. বয়স ১৮-৬০ বছর

২. কর্মক্ষম এবং

৩. ভূমিহীন পুরুষ ও নারী

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সাথে ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি       

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

প্রযোজ্য নয়          

নির্দিষ্টসেবাপেতেব্যর্থহলেপরবর্তীপ্রতিকারকারীকর্মকর্তা

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার                       

সংশ্লিষ্ট আইন-কানুন/বিধি-বিধান/নীতিমালা

অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা

সেবা প্রধান/প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

ক) নাগরিকপর্যায়

  • ব্যাংকে হিসাব খোলা ঝামেলা যুক্ত 
  • প্রতি ইউনিয়নে ব্যাংক না থাকায় উপজেলা সদরে আসা ব্যয় বহুল 
  • সাপ্তাহিক  দুই দিন বন্ধ থাকায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থহতে হয়

) সরকারি পর্যায়

  • ট্যাগ অফিসারদের ইউনিয়ন কমিটির সভাপতি করায় এবং তাদের বিভাগীয় দায়িত্ব থাকায় এই কর্মসূচি যথাযথ ভাবে পর্যবেক্ষণ করতে সমস্যা হয়
  • আনুষঙ্গিক, জ্বালানি খাত ও সম্মানি ভাতা কম থাকার ফলে ট্যাগ অফিসারগণ দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেন
  • বিভাগীয় লোকবল না থাকায় সঠিক ভাবে কাজ তত্ত্বাবধান করা যায় না 
  • প্রতিবেদন প্রেরণ প্রক্রিয়া জটিল

বিবিধ/অন্যান্য