|
||||
সেবা প্রদানকারী অফিসের নাম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী |
সেবা প্রাপ্তির স্থান |
প্রয়োজনীয় সময়
|
|
ইউএনও/পিআইও অফিস |
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা |
ইউএনও/পিআইও অফিস |
কাজের উপর ভিত্তি করে সময় নির্ধারণ করা হয় |
|
সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ |
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো নির্মাণের লক্ষ্যে ছোট খাল/নালার উপর সর্বোচ্চ ৪০ ফুট দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাইড্রোলিক ডাটাসহ ব্রিজ নির্মাণের স্থানের ছবিসহ সংশ্লিষ্ট সংসদ সদস্যের সুপারিশ নিয়ে ইউএনও এর মাধ্যমে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরে প্রেরণ করেন। প্রস্তাব অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী সরেজমিন যাচাই বাছাই শেষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে দরপত্র আহবান করা হয়। দরপত্র উপজেলা কর্তৃপক্ষের নিকট দাখিলের পর যাচাই বাছাই এবং মূল্যায়নের পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঠিকারদারকে চুক্তিপত্র এবং নিরাপত্তা জামানত জমা দেয়ার জন্য পত্র প্রদান করে কার্যাদেশ প্রদান করেন। কার্যাদেশ দেয়ার পর কার্যাদেশের কপি, চুক্তি নামার কপি ও তুলনামূলক বিবরণী দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠাতে হয়। সংশ্লিষ্ট কাগজপত্র দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে যাচাই করে প্রাক্কলন অনুমোদন করার পর উপজেলায় বরাদ্দ প্রদান করা হয়। অত:পর ব্রিজ সম্পূর্ণরূপে বাস্তবায়নের পর চূড়ান্ত বিল পরিশোধ করা হয়। |
|||
সেবা প্রাপ্তির শর্তাবলি |
সেতু/ ব্রিজ বাস্তবায়ন নীতিমালা বা পরিপত্র |
|||
প্রয়োজনীয় কাগজপত্র |
স্টান্ডার্ড টেন্ডার ডকুমেন্টের শর্তানুসারে |
|||
প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ |
নির্ধারিত ফি দিয়ে সিডিউল ক্রয় ও প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট, আইটি প্রদান
|
|||
সংশ্লিষ্ট আইন/ বিধি/ নীতিমালা |
প্রযোজ্য নয় |
|||
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা |
জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার/ জেলা প্রশাসক |
|||
সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ |
ক) নাগরিক পর্যায় |
একমাত্র প্রকল্প বাস্তবায়নের সময়ে চলাচলের সাময়িক অসুবিধা |
||
খ) সরকারি পর্যায় |
|
|||
বিবিধ/অন্যান্য |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস