|
||||
সেবা প্রদানকারী অফিসের নাম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী |
সেবা প্রাপ্তির স্থান |
প্রয়োজনীয় সময়
|
|
ইউএনও অফিস |
উপজেলা নির্বাহী অফিসার, অফিস কর্মচারী |
ইউএনও অফিস |
12-16 দিন |
|
সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ |
আবেদন প্রাপ্তির পর তা সংশ্লিষ্ট রেজিস্টারে এন্ট্রি দেয়া হয়। এনজিও কর্তৃক সম্পাদিত কাজের বিষয়ে প্রত্যয়নপত্রের জন্যপ্রাপ্ত আবেদন বিষয়ে সরেজমিন পরিদর্শন ও যাচাইঅন্তে প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়। তদন্তকারী কর্মকর্তা তদন্তের তারিখ নির্ধারণ করে সরেজমিন পরিদর্শন করে তাদের কাজের মান বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাসহ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রাপ্ত প্রতিবেদনপর্যালোচনায়আবেদনকারী এনজিও’র কাজের মান সন্তোষজনক পাওয়া গেলে চাহিত প্রত্যয়নপত্র প্রদান করা হয়। |
|||
সেবা প্রাপ্তির শর্তাবলি |
|
|||
প্রয়োজনীয় কাগজপত্র |
|
|||
প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ |
বিনামূল্যে |
|||
সংশ্লিষ্ট আইন/ বিধি/ নীতিমালা |
এনজিও বিষয়ক ব্যুরোকর্তৃক সময়ে সময়ে জারিকৃত পরিপত্র/ নির্দেশাবলি |
|||
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা |
জেলা প্রশাসক |
|||
সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ |
ক) নাগরিক পর্যায় |
|
||
খ) সরকারি পর্যায় |
|
|||
বিবিধ/অন্যান্য |
এনজিওদের ড্যাটাবেজ নাই |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস