|
||||
সেবা প্রদানকারী অফিসের নাম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী |
সেবা প্রাপ্তির স্থান |
প্রয়োজনীয় সময় |
|
১. উপজেলা প্রকৌশল অফিস ২. উপজেলা শিক্ষা অফিস
|
১. ইউএনও ২. উপজেলা প্রকৌশলী ৩. উপজেলা শিক্ষা অফিসার ৪. বিদ্যালয় ম্যানেজিং কমিটি (বরাদ্দ ২ লাখ টাকার কম হলে) |
১. উপজেলা প্রকৌশলী ২. উপজেলা শিক্ষা অফিসার ৩। এসএমসি (প্রাথমিক বিদ্যালয়)
|
১০-৩০ দিন |
|
সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণঃ |
বিদ্যালয়েরভবণ জরাজীর্ণ হলে মেরামত/ সংস্কারেরজন্যসরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যালয়ের তালিকা করা হয় অথবা বিদ্যালয় ম্যানেজিং কমিটি নিজেরা প্রয়োজনীয়তার ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিসে আবদেন করে থাকে। উপজেলাশিক্ষাঅফিসার এসএমসির আবেদনগুলো/মাঠ সার্ভের মাধ্যমে প্রাপ্ত সংস্কারের তালিকা উপজেলা শিক্ষা কমিটিতে উপস্থাপন করেন। শিক্ষা কমিটির সুপারিশেরপরউপজেলাপ্রকৌশলীরপ্রাক্কলনসহপ্রস্তাবপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরে/এলজিইডিতেপ্রেরণকরাহয়। বিদ্যালয়ের নামে অর্থ বরাদ্দ হলে উপজেলা প্রকৌশলী নির্ধারিত নিয়মে টেন্ডারের কার্যক্রম সম্পন্ন করে ঠিকাদারের মাধ্যমে মেরামত/সংস্কার কার্যক্রম সম্পন্ন করেন। বরাদ্দ ২ লক্ষ টাকার কম হলে বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটি সভা করে নিজেরা মেরামত ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেন। |
|||
সেবা প্রাপ্তির শর্তাবলি |
১. বিদ্যালয় ভবন ঝুকিপূর্ণ/জরাজীর্ণ হতে হবে ২. শিক্ষার্থীর তুলনায় কক্ষ স্বল্পতাথাকতে হবে ৩. ছাত্র-ছাত্রীর সংখ্যা তুলনামূলক ভাবে বেশি হতে হবে/ছাত্র-ছাত্রীরসংখ্যাবেশিইত্যাদি |
|||
প্রয়োজনীয় কাগজপত্র |
১. নির্ধারিত ফরমেটে তথ্য পূরণ করতে হবে ২. উপজেলা শিক্ষা কমিটির অনুমোদিত রেজুলেশন ৩. এলজিইডি কর্তৃক প্রস্তুতকৃত প্রাক্কলন |
|||
প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ |
প্রযোজ্য ক্ষেত্রে সিডিউল ক্রয় ও ভ্যাট, আইটি প্রদান |
|||
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা |
১. উপজেলাশিক্ষাঅফিসার ২. উপজেলা প্রকৌশলী ৩. উপজেলা নির্বাহী অফিসার ৪. নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) |
|||
সংশ্লিষ্ট আইন/ বিধি/ নীতিমালা |
পিপিআর-২০০৬এবংবিধিমালা-২০০৯ |
|||
সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ |
ক)নাগরিক পর্যায় |
১. বিদ্যালেয়েরছাত্র-ছাত্রীকমথাকলে ২. পর্যাপ্ত ব্যবহার উপযোগী শ্রেণি কক্ষ থাকলে |
||
খ)সরকারি পর্যায় |
১. বরাদ্দের পরিমাণ কম হওয়া, ২. সব বিদ্যালয়ের জন্য বরাদ্দ করা |
|||
বিবিধ/অন্যান্য |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস