Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বয়স্কভাতা প্রদান
বিস্তারিত

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

উপজেলা/ শহর সমাজসেবা অফিস

১.শহর/ উপজেলাসমাজসেবাকর্মকর্তা

২. ফিল্ডসুপারভাইজার

৩. ইউনিয়ন সমাজকর্মী

৪. কারিগরিপ্রশিক্ষক

উপজেলা/শহরসমাজসেবাঅফিস

সর্বোচ্চ ০৩ মাস

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষেউপজেলা/শহরসমাজসেবাঅফিসার বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে যাদের বার্ষিক গড় আয় সর্বোচ্চ ১০,০০০/- পর্যন্ত তাদের নিকট হতে নির্ধারিত ফরমে পুরুষ (সর্বনিম্ন বয়স ৬৫ বছর) এবং মহিলা (সর্বনিম্ন বয়স ৬২ বছর) হতে আবেদনআহ্বান করেন। নীতিমালা অনুসারে ইউনিয়ন/ ইউনিট ওয়ারী সরজমিনে আবেদনকারীদের উপস্থিতিতে যাচাই বাছাই করার পর ভাতাভোগী নির্বাচন করা হয়। পরবর্তীতে ভাতা কার্যক্রম বাস্তবায়নের জন্য অগ্রাধিকার/ অপেক্ষমান ভাতাভোগী নির্বাচন করা হয়। তালিকা চূড়ান্তঅনুমোদনের জন্য উপজেলা/ পৌরসভা/ সিটিকরপোরেশন কমিটিতে উপস্থাপন করা হয়। উক্ত সভায় অনুমোদিত চূড়ান্ত ভাতাভোগীদের নামে ভাতা বই ইস্যু করে ভাতাভোগীকে অবহিত করার পর ভাতাভোগীর ব্যাংক হিসাব খোলা হয়। ইউনিট কেন্দ্রীয় হিসাব হতে ভাতাভোগীদের ভাতা উত্তোলন হিসাবে ভাতার টাকা স্থানান্তর সম্পন্ন করা হয়।

সেবা প্রাপ্তির শর্তাবলি

. দেশের সকল সিটি কর্পোরেশন,পৌরসভাওউপজেলার ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী হতদরিদ্র পুরুষ এবং 62 বছরেরবেশি বয়সী মহিলা যার বার্ষিক গড় আয় অনূর্ধ্ব10,০০০ (দশহাজার ) টাকা

. শারীরিক ভাবে অক্ষম ও কর্মক্ষমতাহীন প্রবীণ  পুরুষ ও মহিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়

৩. তালাকপ্রাপ্ত, পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবীণ নারী-পুরুষ, নি:সন্তান, বিপত্নীক, স্বামী পরিত্যাক্তা ইত্যাদিদের অগ্রাধিকার দেয়া হয়

৪. যেসকল প্রবীণ ব্যক্তির আয়কৃত অর্থের সম্পূর্ণ অর্থ খাদ্য বাবদ ব্যয় হয় এবং স্বাস্থ্য, চিকিৎসা ও অন্যান্য খাতে ব্যয় করার পর কোন অর্থ অবশিষ্ট থাকে না

. ভূমিহীন বয়স্ক ব্যক্তি

প্রয়োজনীয় কাগজপত্র

১. নির্ধারিতফরমেআবেদন

২. ইউপিচেয়ারম্যান / সদস্য / সদস্যাকর্তৃকপ্রত্যয়নপত্র

৩. ০৭ কপি পাসপোর্ট সাইজের ছবি (ইউপি চেয়ারম্যান/ সদস্য/সদস্যা কর্তৃক সত্যায়িত)

৪. জাতীয পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি

৫. ইউপিচেয়ারম্যানকর্তৃকজন্মনিবন্ধনসনদএবংনাগরিকত্বেরসনদপত্র

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

১০ টাকার বিনিময়ে ব্যাংকে হিসাব খুলতে হয়

সংশ্লিষ্ট আইন/ বিধি/ নীতিমালা

১. বয়স্কভাতাকার্যক্রমবাস্তবায়ননীতিমালা

২. সরকারিঅন্যকোনসামাজিকনিরাপত্তাকর্মসূচিতেসেবাগ্রহণকরেথাকলেএসেবাপাবেননা

৩. পেনশনভোগীব্যক্তিএসেবাপাবেননা

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

১. উপজেলানির্বাহীঅফিসার

২. উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়

৩. জেলাপ্রশাসক

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

) নাগরিক পর্যায়

ভাতা গ্রহণের কার্ডটি কাগজের তৈরি হওয়ায়  অনেক সময় তা নষ্ট হয়ে যায়

ভাতাগ্রহীতাদেরতুলনায়বরাদ্দঅপ্রতুল

) সরকারি পর্যায়

১। বয়স্ক ব্যক্তির সঠিক পরিসংখ্যান না থাকা

২। স্বল্প জনবল

বিবিধ/অন্যান্য