Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অর্পিত সম্পত্তির লিজ নবায়ন/বন্দোবস্ত
বিস্তারিত

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

 

উপজেলা ভূমি অফিস

(জেলা সদরের পৌরসভা এলাকার জমির ক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয়)

১. উপজেলা নির্বাহী অফিসার

২. সহকারী কমিশনার ভূমি

উপজেলাভূমিঅফিস

(জেলা সদরের পৌরসভা এলাকার জমির ক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয়)

১৫ দিন

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

আবেদনপ্রাপ্তির পর (প্রযোজ্য ক্ষেত্রে সরেজমিন তদন্তপূর্বক) প্রস্তাব তৈরি এবং তা অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক পরীক্ষান্তে তা অনুমোদন এবং উপজেলা ভূমি অফিসে প্রেরণ করা হয়ে থাকে। অত:পর লিজমানি পরিশোধের জন্য লিজ গ্রহীতাকে পত্র দেয়া হয়।

সেবা প্রাপ্তির শর্তাবলি

লিজের শর্তাদি প্রতিপালন

 

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনপত্র, পূর্বেলিজমানিপ্রদানেররশিদেরকপি

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

১. কৃষি-৫/- টাকা/শতাংশ

২. অকৃষি  ২০/-টাকা/শতাংশ

৩. বাণিজ্যিক ৩০/- টাকা/শতাংশ

৪. পৌর এলাকার ভিতর কৃষি- ১০/-টাকা/শতাংশ

৫. অকৃষি- ৪০/- টাকা/শতাংশ

৬.  পাকাবাড়ি- ৪/-টাকা/বর্গফুট

সংশ্লিষ্ট আইন/ বিধি/ নীতিমালা

অর্পিতসম্পত্তিপ্রত্যার্পনআইন২০০০এবংভূমিব্যবস্থাপনাম্যানুয়াল১৯৯০

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

জেলা প্রশাসক

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

) নাগরিক পর্যায়

 

) সরকারি পর্যায়

যথাযথ মনিটরিং এর অভাব, মামলা-মোকদ্দমা

বিবিধ/অন্যান্য

অনাদায়ী আদায়ের ক্ষেত্রে পিডিআর এ্যাক্ট ১৯১৩ অনুযায়ী দাবী আদায়যোগ্য